1 নরম জবাব রাগ দূর করে,কিন্তু কড়া কথা রাগ জাগিয়ে তোলে।
2 জ্ঞানী লোকদের মুখ জ্ঞান ভালভাবে ব্যবহার করে,কিন্তু বিবেচনাহীনদের মুখ থেকে বোকামিস্রোতের মত বের হয়ে আসে।
3 মাবুদের চোখ সবখানেই আছে;তা ভাল ও খারাপ লোকদের উপর নজর রাখে।
4 যে কথা মানুষের জীবনে সুস্থতা আনে তা জীবন্তগাছের মত,কিন্তু ছলনার কথা মানুষের মন ভেংগে দেয়।
5 অসাড়-বিবেক লোক তার পিতার শাসনকে তুচ্ছ করে,কিন্তু সতর্ক লোক সংশোধনের কথায় কান দেয়।
6 আল্লাহ্ভক্তদের ঘর হল মহাধনের ভাণ্ডার,কিন্তু দুষ্টদের আয় বিপদ ডেকে আনে।
7 জ্ঞানীদের মুখ জ্ঞান ছড়ায়,কিন্তু বিবেচনাহীনদের অন্তর তা করে না।
8 দুষ্টদের কোরবানী মাবুদ ঘৃণা করেন,কিন্তু খাঁটি লোকদের মুনাজাতে তিনি খুশী হন।
9 মাবুদ দুষ্টদের পথ ঘৃণা করেন,কিন্তু যারা ন্যায় কাজ করবার জন্য এগিয়ে যায়তাদের তিনি মহব্বত করেন।
10 যারা ঠিক পথ ত্যাগ করে তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে;যে লোক সংশোধনের কথা ঘৃণা করে সে মরবে।
11 মাবুদ তো ধ্বংসস্থান, অর্থাৎ কবর দেখতে পান;তাহলে মানুষের অন্তর তিনি আরও কত বেশী করেই না দেখতে পাচ্ছেন!
12 ঠাট্টা-বিদ্রূপকারী সংশোধনের কথা পছন্দ করে না;সে জ্ঞানীদের কাছে যায় না।
13 অন্তরে আনন্দ থাকলে মুখও খুশী দেখায়,কিন্তু অন্তরের ব্যথায় মন ভেংগে যায়।
14 যার মনে বিচারবুদ্ধি আছে সে জ্ঞানের তালাশ করে,কিন্তু বিবেচনাহীনের খাবার হল বোকামি।
15 দুঃখীর সব দিনগুলোই কষ্টে ভরা,কিন্তু যার মন খুশী থাকে তার সব দিনই যেন মেজবানীর দিন।
16 অশান্তির সংগে প্রচুর ধন লাভের চেয়েমাবুদের প্রতি ভয়ের সংগে অল্পও ভাল।
17 ধনীর ভালবাসাহীন বাড়ীতে মোটাসোটা বাছুর থাকবার চেয়েগরীবের ভালবাসাপূর্ণ বাড়ীতে শাক-ভাতও ভাল।
18 রাগী লোক ঝগড়া খুঁচিয়ে তোলে,কিন্তু যে লোক সহজে রাগ করে না সে ঝগড়া থামিয়ে দেয়।
19 অলসের পথ দু’পাশে কাঁটার বেড়া দেওয়া পথের মত,কিন্তু সৎ লোকের পথ যেন রাজপথ।
20 জ্ঞানী ছেলে পিতার জীবনে আনন্দ আনে,কিন্তু বিবেচনাহীন লোক মাকে তুচ্ছ করে।
21 যার বুদ্ধির অভাব আছে সে বোকামিতে আনন্দ পায়,কিন্তু যার বিচারবুদ্ধি আছে সে সোজা পথে হাঁটে।
22 পরামর্শের অভাবে পরিকল্পনা মিথ্যা হয়ে যায়,কিন্তু পরামর্শদাতা অনেক হলে পরিকল্পনা সফল হয়।
23 যে লোক উপযুক্ত জবাব দিতে পারে সে খুশী হয়;ঠিক সময়ে বলা কথা কেমন ভাল!
24 বুদ্ধিমান লোকের জীবনের পথ তাকে উপরের দিকে নিয়ে যায়,আর তাতে সে নীচে কবরে যাওয়া থেকে রক্ষা পায়।
25 মাবুদ অহংকারীদের বাড়ী ভেংগে ফেলেন,কিন্তু তিনি বিধবার সীমানা ঠিক রাখেন।
26 মাবুদ সব কুমতলব ঘৃণা করেন,কিন্তু উপকারের কথাবার্তা তাঁর চোখে খাঁটি।
27 লোভী লোক তার পরিবারে কষ্ট নিয়ে আসে,কিন্তু যে লোক ঘুষ ঘৃণা করে সে পরিপূর্ণ জীবন পাবে।
28 আল্লাহ্ভক্ত লোকের অন্তর চিন্তা করে জবাব দেয়,কিন্তু দুষ্টদের মুখ থেকে খারাপ কথার স্রোত বের হয়ে আসে।
29 মাবুদ দুষ্টদের থেকে দূরে থাকেন,কিন্তু তিনি আল্লাহ্ভক্তদের মুনাজাত শোনেন।
30 আনন্দে ভরা চোখ অন্যকে আনন্দ দেয়,আর ভাল খবর হাড়-মাংসকে পুষ্ট করে।
31 যে লোক জীবনদানকারী সংশোধনের কথায় কান দেয়সে জ্ঞানীদের মধ্যে বাস করবে।
32 যে লোক শাসন অগ্রাহ্য করে সে নিজেকেই তুচ্ছ করে,কিন্তু যে লোক সংশোধনের কথায় কান দেয় সে বুদ্ধি লাভ করে।
33 মাবুদের প্রতি ভয় মানুষকে জ্ঞান শিক্ষা দেয়,আর নম্রতা সম্মান আনে।