1 দাউদের ছেলে ইসরাইলের বাদশাহ্ সোলায়মানের সৎ উপদেশ।
2 এগুলো লেখা হয়েছে যেন লোকে সুবুদ্ধি এবং শিক্ষা পায়,যেন তাদের বিচারবুদ্ধি বাড়ে,
3 যেন লোকে অন্যের সংগে বিবেচনা করে চলে,যেন সকলের সংগে তারা উপযুক্ত, ন্যায় ও সৎ ব্যবহার করে,
4 যেন বোকা লোকেরা চালাক হয়আর যুবকেরা জ্ঞান ও বিচারবুদ্ধি পায়,
5 - জ্ঞানীরা এই সব উপদেশ শুনুক ও আরও শিক্ষা লাভ করুক,আর বুদ্ধিমানেরা শুনে পথ চলায় পাকা হোক-
6 যেন লোকে চলতি কথা ও গভীর অর্থপূর্ণ কথাএবং জ্ঞানীদের বলা কথা ও ধাঁধা বুঝতে পারে।
7 মাবুদের প্রতি ভয় হল জ্ঞানের ভিত্তি,কিন্তু যাদের বিবেক অসাড় তারা সুবুদ্ধি ও শিক্ষা তুচ্ছ করে।
8 ছেলে আমার, তুমি তোমার পিতার উপদেশে কান দাও;তোমার মায়ের দেওয়া শিক্ষা ত্যাগ কোরো না।
9 সেগুলো হবে তোমার মাথায় জড়াবার সুন্দর মালাআর গলার হারের মত।
10 ছেলে আমার, গুনাহ্গার লোকেরা যদি তোমাকে বিপথে নিয়ে যেতে চায়তুমি রাজী হোয়ো না।
11 ধর, কেউ বলল, “আমাদের সংগে এস,খুন করবার জন্য চল আমরা ওৎ পেতে থাকি,কোন নির্দোষ লোককে ধরবার জন্য লুকিয়ে থাকি।
12 তারা যেমন সম্পূর্ণ শরীর নিয়ে জীবিত অবস্থায়কবরে, অর্থাৎ সেই গর্তে নেমে যায়,তেমনি করেই এস, আমরা ওদের জীবিত অবস্থায়গোটাই গিলে ফেলি;
13 তাহলে আমরা নানা রকমের দামী জিনিস পাব,আর লুটের জিনিস দিয়ে আমাদের বাড়ী-ঘর ভরব।
14 আমাদের সংগেই তোমার ভাগ্য তুমি জুড়ে নাও,আমাদের টাকার থলি একটাই হবে।”
15 ছেলে আমার, তুমি ওদের সংগে যেয়ো না,ওদের পথে তোমার পা ফেলো না;
16 কারণ ওদের পা গুনাহের দিকে দৌড়ায়,খুন করবার জন্য ওরা ছুটে চলে।
17 লোকে বলে, “পাখীর চোখের সামনে জাল পাতলেকোন লাভ হয় না।”
18 এই লোকেরা নিজেরাই খুন হবার জন্য ওৎ পেতে থাকে,নিজেরাই শেষ হওয়ার জন্য লুকিয়ে থাকে।
19 খারাপ উপায়ে কোন কিছু লাভ করবার জন্য যারা ছোটেতাদের সকলের দশাই এই রকম হয়;তারা যা লাভ করে তা তাদের জীবন শেষ করে দেয়।
20 সুবুদ্ধি রাস্তায় রাস্তায় চিৎকার করে ডাকে,বাজারে বাজারে আওয়াজ তোলে।
21 গোলমাল-ভরা রাস্তার মোড়ে মোড়ে সে চিৎকার করে,শহরের দরজায় ঢুকবার পথে সে এই কথা বলে,
22 “বোকা লোকেরা, আর কতদিন তোমরা তোমাদেরবোকামি ভালবাসবে?যারা ঠাট্টা-বিদ্রূপ করে তারা আর কতকাল তার মধ্যেআনন্দ পাবে?যারা বিবেচনাহীন তারা আর কতকাল জ্ঞানকে ঘৃণা করবে?
23 আমার শাসনের কথায় যদি তোমরা কান দিতে,তাহলে আমার রূহ্ আমি তোমাদের উপরে ঢেলে দিতাম,আমার মনের কথা তোমাদের জানাতাম।
24 আমি যখন ডাকলাম তখন তোমরা আমাকে অগ্রাহ্য করলে,হাত বাড়িয়ে দিলেও কেউ তাতে সাড়া দিলে না।
25 তোমরা যখন আমার সব উপদেশই অগ্রাহ্য করলে,দোষ দেখিয়ে দিলেও তা গ্রহণ করতে চাইলে না,
26 তখন তোমাদের ধ্বংস দেখে আমি হাসব,তোমাদের উপর বিপদ নেমে আসলে তামাশা করব।
27 বিপদ ঝড়ের মত তোমাদের উপর নেমে আসলে,ধ্বংস ঘূর্ণিবাতাসের মত তোমাদের ঝেঁটিয়ে নিয়ে গেলে,দুঃখ-দুর্দশার মধ্যে তোমরা ডুবে গেলে,আমি তামাশা করব।
28 “বুদ্ধিহীনেরা তখন আমাকে ডাকবে কিন্তু আমি সাড়া দেব না;তারা আমার তালাশ করবে কিন্তু আমাকে খুঁজে পাবে না।
29 তারা জ্ঞানকে ঘৃণা করেছেআর মাবুদকে ভয় করতে চায় নি।
30 সেইজন্য আমার উপদেশ তারা গ্রহণ করে নি,আর সংশোধনের জন্য আমি যা বলেছি তা পায়ে দলেছে;
31 কাজেই তাদের নিজেদের কাজের ফল তাদেরই ভোগ করতে হবে,নিজেদের পরামর্শের ফল দিয়েই পেট ভরাতে হবে।
32 বোকা লোকদের বিপথে যাওয়াই তাদের মৃত্যুর কারণ হবে,বিবেচনাহীনদের নিশ্চিন্ত মনোভাব তাদের ধ্বংস করবে;
33 কিন্তু যারা আমার কথা শোনে তারা নিরাপদে বাস করবে;তারা শান্তিতে থাকবে, বিপদের ভয় করবে না।”