মেসাল 21 MBCL

1 মাবুদের হাতে বাদশাহ্‌র অন্তর পানির স্রোতের মত;মাবুদ যেখানে চান সেখানে তাকে চালান।

2 মানুষের সব পথই তার নিজের কাছে ঠিক মনে হয়,কিন্তু মাবুদ তার অন্তর ওজন করে দেখেন।

3 মাবুদের কাছে পশু-কোরবানীর চেয়েঠিক ও ন্যায় কাজ করা আরও গ্রহণযোগ্য।

4 দুষ্টদের চোখের চাহনি গর্বে ভরা এবং অন্তর অহংকারে পূর্ণ;তাদের জীবন-বাতি গুনাহে ভরা।

5 পরিশ্রমীর পরিকল্পনার ফলে নিশ্চয়ই প্রচুর ধনলাভ হয়,কিন্তু যে লোক পরিকল্পনা না করেতাড়াহুড়া করে কাজ করতে যায় তার নিশ্চয়ই অভাব হয়।

6 মিথ্যাবাদী মুখ দিয়ে যারা ধন লাভ করে তারা মৃত্যুর তালাশ করে;তাদের জন্য সেই ধনলাভ যেন মৃত্যুর আগেএকটুখানি সুখের নিঃশ্বাস।

7 দুষ্টদের ভীষণ জুলুম তাদেরই ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়,কারণ তারা ন্যায়ভাবে চলতে অস্বীকার করে।

8 দোষী লোকের জীবন্তপথ আঁকাবাকা,কিন্তু খাঁটি লোক সৎভাবে কাজ করে।

9 ঝগড়াটে স্ত্রীর সংগে বাস করবার চেয়েবরং ছাদের এক কোণায় একা বাস করা ভাল।

10 দুষ্ট লোক ক্ষতি করতে চায়;তার প্রতিবেশী তার কাছ থেকে কোন দয়া পায় না।

11 ঠাট্টা-বিদ্রূপকারীকে শাস্তি দিলে বোকা লোক জ্ঞান লাভ করে;জ্ঞানীকে উপদেশ দিলে সে বুদ্ধি লাভ করে।

12 ন্যায়বান আল্লাহ্‌ দুষ্টদের পরিবারের লোকদের চোখে চোখে রাখেনআর সেই দুষ্টদের ধ্বংস করেন।

13 যে লোক গরীবদের কান্নায় কান বন্ধ করে রাখে,সে যখন নিজে কাঁদবে তখন কেউ তাতে কান দেবে না।

14 গোপনে দেওয়া দান রাগ শান্ত করে,আর লুকিয়ে রাখা ঘুষ বের করে দিলে ভয়ংকর রাগ শান্ত হয়।

15 ন্যায়বিচার আল্লাহ্‌ভক্ত লোকদের কাছে আনন্দ,কিন্তু অন্যায়কারীদের কাছে তা সর্বনাশ।

16 যে লোক বুদ্ধির পথ ছেড়ে অন্য দিকে যায়সে মৃতদের সংগে থাকবে।

17 যে লোক আমোদ-প্রমোদ ভালবাসে সে গরীব হবে;যে লোক আংগুর-রস ও খোশবু তেল ভালবাসেসে কখনও ধনী হতে পারবে না।

18 শেষে নির্দোষ লোকদের বদলে দুষ্টেরাআর সৎ লোকদের বদলে বেঈমানেরা কষ্ট পাবে।

19 ঝগড়াটে আর খুঁতখুঁতে স্বভাবের স্ত্রীর সংগে বাস করবার চেয়েমরুভূমিতে গিয়ে বাস করা ভাল।

20 বুদ্ধিমানের ঘরে মূল্যবান ধন ও খোশবু তেল জমা থাকে,কিন্তু তা যদি বিবেচনাহীন লোকের ঘরে থাকেতবে সে সবই শেষ করে ফেলে।

21 যে লোক আগ্রহের সংগে সততা ও বিশ্বস্ততার পথে চলেসে জীবন, দোয়া ও সম্মান লাভ করে।

22 জ্ঞানী লোক শক্তিশালীদের শহর হামলা করেআর যে কেল্লার উপর তারা ভরসা করত তা ধ্বংস করে ফেলে।

23 যে তার মুখ ও জিভ্‌ সাবধানে রাখেসে বিপদ থেকে নিজেকে রক্ষা করে।

24 গর্বিত ও অহংকারী লোকের নাম হল “ঠাট্টা-বিদ্রূপকারী”;সে অতিরিক্ত গর্বের সংগে কাজ করে।

25 অলসের কামনা তার মৃত্যু ঘটায়,কারণ তার হাত কাজ করতে অস্বীকার করে।

26 এমন লোক আছে যে সব সময় লোভ করে,কিন্তু আল্লাহ্‌ভক্ত লোক খোলা হাতে দান করে।

27 দুষ্টদের কোরবানী মাবুদ ঘৃণা করেন,আর তা যদি খারাপ উদ্দেশ্যে আনা হয়তবে তা আরও ঘৃণার যোগ্য হয়।

28 মিথ্যা সাক্ষী ধ্বংস হয়ে যাবে,কিন্তু যে লোক মনোযোগ দিয়ে শোনে তার কথা চিরকাল স্থায়ী।

(৫)

29 দুষ্ট লোকের মুখে কোন লজ্জার ভাব দেখা যায় না,কিন্তু সৎ লোক তার জীবন্তপথে চলা সম্বন্ধে নিশ্চিত থাকে।

30 কোন জ্ঞান, কোন বুদ্ধি বা কোন পরিকল্পনাইমাবুদের বিরুদ্ধে দাঁড়াতে পারে না।

31 যুদ্ধের দিনের জন্য ঘোড়া প্রস্তুত রাখা হয়,কিন্তু জয় মাবুদের উপর ভরসা করে।

অধ্যায়

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31