24 যে চোরের ভাগীদার সে নিজেই নিজের শত্রু;তাকে কসমনামা শুনানো হলেও সে কোন কিছু স্বীকার করে না।
25 মানুষকে যে ভয় করে সেই ভয় তার পক্ষে ফাঁদ হয়ে দাঁড়ায়,কিন্তু যে মাবুদের উপর ভরসা করে সে নিরাপদে থাকে।
26 বিচারে অনেকে শাসনকর্তাকে নিজের পক্ষে আনতে চায়,কিন্তু মাবুদের কাছ থেকে মানুষ ন্যায়বিচার পায়।
27 আল্লাহ্ভক্ত লোকেরা অন্যায়কারীকে ঘৃণার চোখে দেখে,আর যে লোক সোজা পথে চলে দুষ্টেরা তাকে ঘৃণা করে।