26 তিনি বুদ্ধি করে কথা বলেন;ভালবাসার মনোভাব নিয়ে তিনি নির্দেশ দেন।
27 তাঁর পরিবারের সমস্ত ব্যাপারের দিকে তিনি লক্ষ্য রাখেন;তিনি পরিশ্রম করে খান।
28 তাঁর ছেলেমেয়েরা তাঁকে সকলের সামনে ধন্য বলে;তাঁর স্বামীও তাঁর প্রশংসা করে বলেন,
29 “অনেক স্ত্রীলোক তাদের যোগ্যতা দেখিয়েছে,কিন্তু তুমি তাদের সবাইকে ছাড়িয়ে গেছ।”
30 সুন্দর ব্যবহার ছলনা করতে পারে, সৌন্দর্য স্থায়ী নয়,কিন্তু যে স্ত্রীলোক মাবুদকে ভয় করেসে প্রশংসা পায়।
31 তার কাজের পাওনা সম্মান তাকে দাও;শহরের সদর দরজায় তার কাজই তার প্রশংসা করুক।