12 তুমি বলবে, “হায়! আমি শাসন ঘৃণা করেছি,আমার অন্তর সংশোধনের কথা তুচ্ছ করেছে।
13 আমার শিক্ষকদের কথা আমি শুনি নি,যাঁরা আমাকে শিক্ষা দিয়েছেন তাঁদের কথায় কান দিই নি।
14 সমাজের লোকদের হাতে পড়েআমি প্রায় মরেই যাচ্ছিলাম।”
15 তোমার নিজের জমা করা পানি থেকেই তুমি পানি খাও;তোমার নিজের কূয়ার টাটকা পানি খাও।
16 তোমার নিজের ঝর্ণার পানি কেন বাইরে উপ্চে পড়বে?তোমার স্রোতের পানি কেন গিয়ে পড়বে রাস্তায় রাস্তায়?
17 তোমার সন্তানেরা তোমার একারই থাকুক,জেনাকারিণীদের তাতে ভাগ না থাকুক,
18 তোমার ঝর্ণায় দোয়া থাকুক,তোমার যৌবনের স্ত্রীকে নিয়েই তুমি আনন্দ কর।