7 তারা যখন তোমাকে জিজ্ঞাসা করবে, ‘কেন কাত্রা"ছ?’ তুমি বলবে, ‘যে সংবাদ আসছে তার জন্য কাত্রাচ্ছি। সেই সময় সকলের দিল গলে যাবে এবং সকলের হাত নিসে-জ হবে; সকলের মন মুষ্ড়ে পড়বে ও সকলের হাঁটু দুর্বল হয়ে যাবে। আল্লাহ্ মালিক বলছেন যে, তা আসছে; তা হবেই হবে।’ ”