1 পরে মাবুদ আমাকে বললেন,
2 “হে মানুষের সন্তান, টায়ারের বিষয়ে তুমি বিলাপ কর।
3 সমুদ্রে ঢুকবার মুখে যে রয়েছে, সমুদ্র পারের অনেক জাতির যে বণিক সেই টায়ারকে তুমি বল যে, আল্লাহ্ মালিক বলছেন, ‘হে টায়ার, তুমি বলছ তুমি সৌন্দর্যে পরিপূর্ণা।
4 সমুদ্রের মধ্যে তোমার রাজ্য; একটা সুন্দর জাহাজের মত করে মিস্ত্রিরা তোমার সৌন্দর্যে সম্পূর্ণতা এনেছে।