11 মাবুদ আমাকে আরও বললেন,
12 “হে মানুষের সন্তান, টায়ারের বাদশাহ্র বিষয়ে তুমি বিলাপ করে করে তাকে বল যে, আল্লাহ্ মালিক বলছেন, ‘তুমি ছিলে সম্পূর্ণ নিখুঁত, জ্ঞানে পূর্ণ এবং সৌন্দর্যে পরিপূর্ণ।
13 তুমি আল্লাহ্র বাগান আদনে ছিলে। সব রকম দামী দামী পাথর, সার্দীয়মণি, পীতমণি, হীরা, পোখরাজ, বৈদুর্যমণি, সূর্যকান্তমণি, নীলকান্তমণি, চুনী, পান্না ও সোনা দিয়ে তুমি সাজানো ছিলে; তোমার সৃষ্টির দিনে এগুলোকে প্রস্তুত করা হয়েছিল।
14 রক্ষাকারী কারুবী হিসাবে তোমাকে অভিষেক করা হয়েছিল, কারণ সেইভাবেই আমি তোমাকে নিযুক্ত করেছিলাম। তুমি আল্লাহ্র পবিত্র পাহাড়ে ছিলে; তুমি আগুনের মত ঝক্মক করা পাথরের মধ্য দিয়ে হাঁটা-চলা করতে।
15 তোমার সৃষ্টির দিন থেকে তোমার চালচলনে তুমি নির্দোষ ছিলে, কিন্তু শেষে তোমার মধ্যে দুষ্টতা পাওয়া গেল।
16 তোমার অনেক ব্যবসার দরুন তুমি জুলুমবাজ হয়ে গুনাহ্ করলে। কাজেই আল্লাহ্র পাহাড় থেকে আমি তোমাকে নাপাক অবস্থায় তাড়িয়ে দিলাম। হে রক্ষাকারী কারুবী, আমি তোমাকে আগুনের মত ঝক্মক করা পাথরের মধ্য থেকে সরিয়ে দিলাম।
17 তোমার সৌন্দর্যের জন্য তোমার দিল অহংকারে ভরে উঠেছে আর তোমার জাঁকজমকের জন্য তুমি তোমার জ্ঞানকে নষ্ট করেছ। তাই আমি তোমাকে মাটিতে ছুঁড়ে ফেলে দিলাম; বাদশাহ্দের সামনে আমি তোমাকে রাখলাম যাতে তোমাকে দেখে তারা খুশী হয়।