8 আমি আল্লাহ্ মালিক আমার জীবনের কসম খেয়ে বলছি যে, রাখালের অভাবে আমার পাল লুটের জিনিস হয়েছে এবং বুনো জন্তুর খাবার হয়েছে। আমার রাখালেরা আমার পালের খোঁজ করে নি এবং দেখাশোনাও করে নি; তার বদলে তারা নিজেদের দেখাশোনা করেছে।
সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইহিস্কেল 34
প্রেক্ষাপটে ইহিস্কেল 34:8 দেখুন