28 আল্লাহ্ভক্তদের আশায় আনন্দ আছে,কিন্তু দুষ্টদের আশায় ছাই পড়বে।
29 মাবুদের পথ সৎ লোকদের জন্য কেল্লার মত,কিন্তু যারা খারাপ কাজ করে তাদের জন্য তা সর্বনাশ।
30 আল্লাহ্ভক্ত লোকেরা সব সময় অটল থাকবে,কিন্তু দুষ্ট লোকেরা দেশে বাস করতে পারবে না।
31 আল্লাহ্ভক্তদের মুখ থেকে জ্ঞানের কথা বের হয়,কিন্তু যে জিভ্ বাঁকা কথা বলে তা কেটে ফেলা হবে।
32 আল্লাহ্ভক্তদের মুখ উপযুক্ত কথা বলতে জানে,কিন্তু দুষ্টদের মুখ কেবল বাঁকা কথাই বলে।