1 ঠকামির দাঁড়িপাল্লা মাবুদ ঘৃণা করেন,কিন্তু ন্যায্য বাট্খারাতে তিনি খুশী হন।
2 অহংকারের সংগে সংগে অপমানও আসে,কিন্তু নম্রতার সংগে আসে জ্ঞান।
3 সৎ লোকেরা পরিচালিত হয় তাদের সততার দ্বারা,কিন্তু বেঈমান লোকেরা ধ্বংস হয় নিজেদের ছলনার দ্বারা।
4 যেদিন আল্লাহ্র গজব নেমে আসবেসেই দিন ধন কোন উপকারে আসবে না,কিন্তু আল্লাহ্র প্রতি ভয় মৃত্যু থেকে রক্ষা করবে।
5 সৎ লোকদের আল্লাহ্-ভয় তাদের জন্য সোজা পথ তৈরী করে,কিন্তু দুষ্টদের পতন হয় তাদের দুষ্টতার দ্বারা।