12 যে তার প্রতিবেশীকে তুচ্ছ করে তার বুদ্ধির অভাব আছে,কিন্তু যার বিচারবুদ্ধি আছে সে তার জিভ্ সামলায়।
13 যে পরের বিষয় নিয়ে অলোচনা করে সে গোপন কথা বলে দেয়,কিন্তু বিশ্বস্ত লোক কথা গোপন রাখে।
14 উপযুক্ত পরিচালনার অভাবে জাতি হেরে যায়,কিন্তু অনেক পরামর্শদাতা হলে জাতি উদ্ধার পায়।
15 যে অন্যের জামিন হয় সে নিশ্চয়ই কষ্ট পাবে,কিন্তু যে জামিন হতে অস্বীকার করে সে নিরাপদে থাকে।
16 সুন্দর স্বভাবের স্ত্রীলোক সম্মান লাভ করে,আর জুলুমবাজ লোকেরা ধন লাভ করে।
17 দয়ালু লোক নিজের উপকার করে,কিন্তু নিষ্ঠুর লোক নিজের ক্ষতি করে।
18 দুষ্ট লোক যা আয় করে তা মিথ্যা,কিন্তু যে আল্লাহ্-ভয়ের বীজ বোনেসে সত্যিই তার ফসল কাটবে।