মেসাল 15:11-17 MBCL

11 মাবুদ তো ধ্বংসস্থান, অর্থাৎ কবর দেখতে পান;তাহলে মানুষের অন্তর তিনি আরও কত বেশী করেই না দেখতে পাচ্ছেন!

12 ঠাট্টা-বিদ্রূপকারী সংশোধনের কথা পছন্দ করে না;সে জ্ঞানীদের কাছে যায় না।

13 অন্তরে আনন্দ থাকলে মুখও খুশী দেখায়,কিন্তু অন্তরের ব্যথায় মন ভেংগে যায়।

14 যার মনে বিচারবুদ্ধি আছে সে জ্ঞানের তালাশ করে,কিন্তু বিবেচনাহীনের খাবার হল বোকামি।

15 দুঃখীর সব দিনগুলোই কষ্টে ভরা,কিন্তু যার মন খুশী থাকে তার সব দিনই যেন মেজবানীর দিন।

16 অশান্তির সংগে প্রচুর ধন লাভের চেয়েমাবুদের প্রতি ভয়ের সংগে অল্পও ভাল।

17 ধনীর ভালবাসাহীন বাড়ীতে মোটাসোটা বাছুর থাকবার চেয়েগরীবের ভালবাসাপূর্ণ বাড়ীতে শাক-ভাতও ভাল।