15 দুঃখীর সব দিনগুলোই কষ্টে ভরা,কিন্তু যার মন খুশী থাকে তার সব দিনই যেন মেজবানীর দিন।
16 অশান্তির সংগে প্রচুর ধন লাভের চেয়েমাবুদের প্রতি ভয়ের সংগে অল্পও ভাল।
17 ধনীর ভালবাসাহীন বাড়ীতে মোটাসোটা বাছুর থাকবার চেয়েগরীবের ভালবাসাপূর্ণ বাড়ীতে শাক-ভাতও ভাল।
18 রাগী লোক ঝগড়া খুঁচিয়ে তোলে,কিন্তু যে লোক সহজে রাগ করে না সে ঝগড়া থামিয়ে দেয়।
19 অলসের পথ দু’পাশে কাঁটার বেড়া দেওয়া পথের মত,কিন্তু সৎ লোকের পথ যেন রাজপথ।
20 জ্ঞানী ছেলে পিতার জীবনে আনন্দ আনে,কিন্তু বিবেচনাহীন লোক মাকে তুচ্ছ করে।
21 যার বুদ্ধির অভাব আছে সে বোকামিতে আনন্দ পায়,কিন্তু যার বিচারবুদ্ধি আছে সে সোজা পথে হাঁটে।