25 মাবুদ অহংকারীদের বাড়ী ভেংগে ফেলেন,কিন্তু তিনি বিধবার সীমানা ঠিক রাখেন।
26 মাবুদ সব কুমতলব ঘৃণা করেন,কিন্তু উপকারের কথাবার্তা তাঁর চোখে খাঁটি।
27 লোভী লোক তার পরিবারে কষ্ট নিয়ে আসে,কিন্তু যে লোক ঘুষ ঘৃণা করে সে পরিপূর্ণ জীবন পাবে।
28 আল্লাহ্ভক্ত লোকের অন্তর চিন্তা করে জবাব দেয়,কিন্তু দুষ্টদের মুখ থেকে খারাপ কথার স্রোত বের হয়ে আসে।
29 মাবুদ দুষ্টদের থেকে দূরে থাকেন,কিন্তু তিনি আল্লাহ্ভক্তদের মুনাজাত শোনেন।
30 আনন্দে ভরা চোখ অন্যকে আনন্দ দেয়,আর ভাল খবর হাড়-মাংসকে পুষ্ট করে।
31 যে লোক জীবনদানকারী সংশোধনের কথায় কান দেয়সে জ্ঞানীদের মধ্যে বাস করবে।