মেসাল 16:5-11 MBCL

5 যাদের অন্তর গর্বিত তাদের সবাইকে মাবুদ ঘৃণার চোখে দেখেন;তোমরা নিশ্চয়ই জেনো তারা শাস্তি পাবেই পাবে।

6 বিশ্বস্ততা ও সততার মধ্য দিয়ে অন্যায় দূর করা যায়;মাবুদের প্রতি ভয়ে মানুষ খারাপী থেকে সরে যায়।

7 মানুষের জীবন দেখে যখন মাবুদ সন্তুষ্ট হনতখন তিনি তার শত্রুদেরও তার সংগে শান্তিতে বাস করান।

8 অন্যায় বিচারের সংগে প্রচুর লাভের চেয়েন্যায়বিচারের সংগে অল্পও ভাল।

9 মানুষ মনে মনে তার পথ সম্বন্ধে পরিকল্পনা করে,কিন্তু তার পায়ের ধাপ মাবুদই পরিচালনা করেন।

10 বাদশাহ্‌র মুখে বিচারের ন্যায্য রায় থাকে;তাঁর কথা ন্যায়বিচারের বিরুদ্ধে যায় না।

11 সঠিক দাঁড়িপাল্লা ও নিক্তি মাবুদের;থলির সঠিক বাটখারাগুলো তাঁর চোখে ভাল।