মেসাল 16:8-14 MBCL

8 অন্যায় বিচারের সংগে প্রচুর লাভের চেয়েন্যায়বিচারের সংগে অল্পও ভাল।

9 মানুষ মনে মনে তার পথ সম্বন্ধে পরিকল্পনা করে,কিন্তু তার পায়ের ধাপ মাবুদই পরিচালনা করেন।

10 বাদশাহ্‌র মুখে বিচারের ন্যায্য রায় থাকে;তাঁর কথা ন্যায়বিচারের বিরুদ্ধে যায় না।

11 সঠিক দাঁড়িপাল্লা ও নিক্তি মাবুদের;থলির সঠিক বাটখারাগুলো তাঁর চোখে ভাল।

12 বাদশাহ্‌র পক্ষে অন্যায় কাজ করা একটা জঘন্য ব্যাপার,কারণ ন্যায় কাজের মধ্য দিয়ে সিংহাসন স্থির থাকে।

13 সত্যবাদী মুখ বাদশাহ্‌দের আনন্দ দেয়;যে লোক সত্যি কথা বলে বাদশাহ্‌রা তাকে মহব্বত করেন।

14 বাদশাহ্‌র রাগ মৃত্যুর ফেরেশতার মত,কিন্তু জ্ঞানী লোক সেই রাগ শান্ত করে।