11 বিদ্রোহী কেবলই খারাপীর দিকে ঝোঁকে;তার বিরুদ্ধে একজন নিষ্ঠুর দূতকে পাঠানো হবে।
12 যে বিবেচনাহীন লোক বোকামির মধ্যে পড়ে আছেতার সংগে দেখা হওয়ার চেয়েবাচ্চা চুরি হওয়া ভল্লুকের সংগে দেখা হওয়া বরং ভাল।
13 যে লোক উপকারের বদলে অপকার করে,অপকার কখনও তার বাড়ী ছাড়বে না।
14 ঝগড়া শুরু করা বাঁধ-ভাংগা পানির মত,তাই তর্কাতর্কির শুরুতেই তা বাদ দিয়ো।
15 যারা দোষীকে নির্দোষ বলে ধরে আর যারা নির্দোষীকে দোষী করে,তাদের উভয়কেই মাবুদ ঘৃণা করেন।
16 জ্ঞান লাভের জন্য বিবেচনাহীন বোকা লোকের হাতেটাকা থাকলে কি লাভ?তার তো বুদ্ধি নেই।
17 বন্ধু সব সময়েই ভালবাসে,আর ভাই থাকে দুর্দশার সময়ে সাহায্য করবার জন্য।