4 দুষ্ট লোক খারাপ কথা শোনে;মিথ্যাবাদী সর্বনাশের কথায় কান দেয়।
5 যে লোক গরীবকে ঠাট্টা করে সে তাদের সৃষ্টিকর্তাকে অপমান করে;যে অন্যদের বিপদে আনন্দ করে সে শাস্তি পাবেই পাবে।
6 নাতি-নাতনী বুড়ো লোকের তাজের মত,আর পিতা তার ছেলেমেয়েদের গর্বের বিষয়।
7 নীচমনা লোকের পক্ষে বড় বড় কথা বলা মানায় না,আবার উঁচু পদের লোকের পক্ষেও মিথ্যা কথা বলা মানায় না।
8 যে লোক ঘুষ দেয় তার কাছে ওটা সৌভাগ্যের পাথরের মত;সে যে দিকে ফেরে সেই দিকেই সফল হয়।
9 যে লোক অন্যায় ঢাকা দেয় সে ভালবাসা বাড়িয়ে তোলে,কিন্তু যে তা বলে বেড়ায় সে বন্ধুত্বে ভাংগন ধরায়।
10 বিবেচনাহীনের কাছে চাবুকের একশোটা আঘাত যত না লাগে,একবার বকুনি খেলে বুদ্ধিমানের তার চেয়ে বেশী লাগে।