25 ঠাট্টা-বিদ্রূপকারীকে মার দিলে বোকা লোক সতর্ক হবে;বুদ্ধিমানকে সংশোধন করলে সে জ্ঞান লাভ করবে।
26 যে ছেলে পিতার উপর জুলুম করে আর মাকে তাড়িয়ে দেয়,সে তাদের উপর লজ্জা ও অপমান ডেকে নিয়ে আসে।
27 ছেলে আমার, যদি তুমি শাসন না মানতবে তুমি জ্ঞানের শিক্ষা থেকে অন্যদিকে সরে যাবে।
28 দুষ্ট সাক্ষী ন্যায়বিচার নিয়ে ঠাট্টা করে;দুষ্টেরা অন্যায়ের মধ্যে ডুবে থাকে।
29 ঠাট্টা-বিদ্রূপকারীদের জন্য প্রস্তুত করা হয়েছে শাস্তি,আর বিবেচনাহীনদের পিঠের জন্য রয়েছে চাবুক।