25 ভেবে না দেখে তাড়াতাড়ি করেমাবুদের উদ্দেশে কোন কিছু মানত করামানুষের জন্য ফাঁদ হয়ে দাঁড়ায়।
26 চাপ দিয়ে যেমন শস্য মাড়াই করা হয়,তেমনি জ্ঞানী বাদশাহ্ তাঁর ক্ষমতা ব্যবহার করেদুষ্টদের দূর করে দেন।
27 মানুষের রূহ্ হল মাবুদের বাতি;তা মানুষের অন্তরের গভীর জায়গাগুলো খুঁজে দেখে।
28 বিশ্বস্ততা আর সততা বাদশাহ্কে নিরাপদে রাখে;বিশ্বস্ততার মধ্য দিয়ে তাঁর সিংহাসন স্থির থাকে।
29 যুবকদের শক্তিই হল তাদের সৌন্দর্য,আর বুড়োদের গৌরব হল পাকা চুল।
30 ভীষণভাবে মার খেলে খারাপী পরিষ্কার হয়ে যায়,আর মনে আঘাত পেলে অন্তরের গভীর জায়গাগুলোপরিষ্কার হয়ে যায়।