26 এমন লোক আছে যে সব সময় লোভ করে,কিন্তু আল্লাহ্ভক্ত লোক খোলা হাতে দান করে।
27 দুষ্টদের কোরবানী মাবুদ ঘৃণা করেন,আর তা যদি খারাপ উদ্দেশ্যে আনা হয়তবে তা আরও ঘৃণার যোগ্য হয়।
28 মিথ্যা সাক্ষী ধ্বংস হয়ে যাবে,কিন্তু যে লোক মনোযোগ দিয়ে শোনে তার কথা চিরকাল স্থায়ী।
29 দুষ্ট লোকের মুখে কোন লজ্জার ভাব দেখা যায় না,কিন্তু সৎ লোক তার জীবন্তপথে চলা সম্বন্ধে নিশ্চিত থাকে।
30 কোন জ্ঞান, কোন বুদ্ধি বা কোন পরিকল্পনাইমাবুদের বিরুদ্ধে দাঁড়াতে পারে না।
31 যুদ্ধের দিনের জন্য ঘোড়া প্রস্তুত রাখা হয়,কিন্তু জয় মাবুদের উপর ভরসা করে।