মেসাল 22:15-21 MBCL

15 ছেলে বা মেয়ের অন্তরে বোকামি যেন বাঁধা থাকে,কিন্তু শাসনের লাঠি তা তার কাছে থেকে দূর করে দেয়।

16 ধন লাভের জন্য যে লোক গরীবের উপর জুলুম করেকিংবা যে লোক ধনীদের দান করেতাদের দু’জনেরই অভাব হয়।

17 জ্ঞানীদের কথায় কান দাও, তাঁরা যা বলেছেন তা শোন;আমি তোমাকে যে শিক্ষা দিই তাতে তুমি মনোযোগ দাও।

18 সেই শিক্ষা তোমার অন্তরে রাখলে তুমি সুখী হবে;তা সব সময় তোমার ঠোঁটের আগায় থাকুক।

19 তুমি যাতে মাবুদের উপর ভরসা করতে পারসেইজন্য আমি আজ তোমাকে, তোমাকেই এই সব জানালাম।

20 পরামর্শ ও জ্ঞান সম্বন্ধে আমি কি তোমার জন্যত্রিশটা উপদেশের কথা লিখি নি?

21 আমি কি তোমাকে সত্য ও নির্ভরযোগ্য কালাম শিক্ষা দিই নি,যাতে তুমি তা দিতে পার তাদের কাছেযারা তোমাকে পাঠিয়েছে?