6 ছেলে বা মেয়ের প্রয়োজন অনুসারে তাকে শিক্ষা দাও,সে বুড়ো হয়ে গেলেও তা থেকে সরে যাবে না।
7 গরীবের উপর ধনী কর্তা হয়,আর ঋণী ঋণদাতার চাকর হয়।
8 যে লোক দুষ্টতার বীজ বোনে সে বিপদের ফসল কাটবে;সে রাগের বশে যে জুলুম করে তা বন্ধ হয়ে যাবে।
9 যে দানশীল লোক তার খাবারের ভাগ থেকে গরীবদের দেয়সে দোয়া পাবে।
10 বিদ্রূপকারীকে তাড়িয়ে দাও, গোলমালও দূর হবে;ঝগড়া-বিবাদ ও অপমান শেষ হয়ে যাবে।
11 যে লোক খাঁটি অন্তর ভালবাসে আর দয়াপূর্ণ কথাবার্তা বলেসে বাদশাহ্র বন্ধুত্ব লাভ করে।
12 মাবুদ জ্ঞান রক্ষা করেন,কিন্তু তিনি বেঈমানদের কথাবার্তা বিফল করে দেন।