মেসাল 25:10-16 MBCL

10 যদি তা কর তাহলে যে শুনবে সে তোমার নিন্দা করবে,আর তোমার বদনাম কখনও ঘুচবে না।

11 সময়মত বলা কথা যেন কারুকাজ করা রূপার উপরে বসানোসোনার ফল।

12 সোনার দুল কিংবা ভাল সোনার গহনা যেমন,তেমনি বাধ্য লোকের কানে জ্ঞানী লোকের সংশোধনের কথা।

13 বিশ্বস্ত সংবাদদাতা তার মালিকদের কাছেযেন ফসল কাটবার সময়ে ঠাণ্ডা তুষার;কারণ যারা তাকে পাঠিয়েছিল সে সেই মালিকদের প্রাণ জুড়ায়।

14 যে লোক দান করবার বিষয়ে বড় বড় কথা বলেঅথচ তা করে না,সে এমন কুয়াশা ও বাতাসের মতযার সাথে কোন বৃষ্টি আসে না।

15 রাগ দমনে রাখলে নেতাকে নিজের পক্ষে আনা যায়;নম্র কথাবার্তা হাড় ভেংগে ফেলতে পারে।

16 তুমি মধু পেলে পরিমাণ মত খেয়ো,বেশী খেলে বমি করবে।