15 ঝগড়াটে স্ত্রী আর বৃষ্টির দিনে অনবরত টপ্ টপ্ করে বৃষ্টি পড়া-দু’টাই সমান।
16 বাতাস যেমন লুকানো যায় না,আর ডান হাত দিয়ে লাগানো খোশবু তেলের গন্ধযেমন লুকানো যায় না,তেমনি ঝগড়াটে স্ত্রীকেও লুকানো যায় না।
17 লোহা যেমন লোহাকে ধারালো করে,তেমনি একজন আর একজনের জীবনকেকাজের উপযুক্ত করে তোলে।
18 যে লোক ডুমুর গাছের যত্ন নেয় সে তার ফল খাবে;যে তার মালিকের সেবা করে সে সম্মানিত হবে।
19 পানির মধ্যে যেমন মুখের চেহারা দেখা যায়,তেমনি অন্য একজনের স্বভাব দেখে নিজের স্বভাব বুঝা যায়।
20 কবর ও দোজখের যেমন কখনও তৃপ্তি হয় না,তেমনি মানুষের চোখেরও তৃপ্তি হয় না।
21 রূপা যাচাই করবার জন্য আছে গলাবার পাত্র,আর সোনার জন্য আছে চুলা,কিন্তু মানুষ যে প্রশংসা পায় তা দিয়েই তাকে যাচাই করা হয়।