2 অন্য লোকে তোমার প্রশংসা করুক,তোমার নিজের মুখ না করুক;জ্বী, অন্য লোকে তা করুক।
3 পাথর ভারী আর বালিও ভারী,কিন্তু অসাড়-বিবেক লোককে রাগিয়ে তুললেসে ঐ দু’টার চেয়েও ভারী হয়।
4 রাগ নিষ্ঠুর আর ক্রোধ বন্যার মত,কিন্তু হিংসার সামনে কেউ দাঁড়িয়ে থাকতে পারে না।
5 কেউ যদি তোমাকে ভালবাসে অথচ তা প্রকাশ না করে,তার চেয়ে বরং কেউ যদি তোমাকেখোলাখুলিভাবে দোষ দেখিয়ে দেয় সে ভাল।
6 শত্রু অনেক চুম্বন করতে পারে,কিন্তু বন্ধুর দেওয়া আঘাতে বিশ্বস্ততা আছে।
7 যার পেট ভরা সে মধুও অগ্রাহ্য করে,কিন্তু যার খিদে আছে তার কাছে তেতোও মিষ্টি লাগে।
8 বাসা ছেড়ে ঘুরে বেড়ানো পাখী যেমন,ঘর ছেড়ে ঘুরে বেড়ানো মানুষও তেমন।