মেসাল 28:20-26 MBCL

20 বিশ্বস্ত লোক অনেক দোয়া পায়,কিন্তু যে ধনী হবার জন্য আকুল হয় সে শাস্তি পাবেই পাবে।

21 বিচারে কারও পক্ষ নেওয়া ভাল নয়;যে তা করে সে এক টুকরা রুটির জন্যও অন্যায় করতে পারে।

22 যে লোক লোভী সে ধনী হবার জন্য ব্যস্ত হয়,কিন্তু সে জানে না অভাব তার জন্য অপেক্ষা করে আছে।

23 যে লোক খোশামুদে কথা বলেতার চেয়ে যে সংশোধনের কথা বলেসে শেষে বেশী সম্মান পায়।

24 যে কেউ মা-বাবার জিনিস চুরি করে বলে, “এটা অন্যায় নয়,”সে ধ্বংসকারীর সংগী।

25 যে লোক লোভী সে ঝগড়া খুঁচিয়ে তোলে,কিন্তু যে মাবুদের উপর ভরসা করে তার উন্নতি হয়।

26 যে নিজের জ্ঞানের উপর ভরসা করে সে বিবেচনাহীন,কিন্তু যে আল্লাহ্‌র দেওয়া বুদ্ধির পথে চলে সে নিরাপদে থাকে।