19 কেবল কথার দ্বারা গোলামকে সংশোধন করা যায় না;সে বুঝলেও তা মানবে না।
20 তুমি কি এমন লোককে দেখেছযে তাড়াতাড়ি করে কথা বলতে যায়?তার চেয়ে বরং বিবেচনাহীনের বিষয়ে আশা আছে।
21 ছেলেবেলা থেকে যদি কোন গোলামকে আশ্কারা দেওয়া হয়,শেষে তাকে দমন করা যায় না।
22 রাগী লোক ঝগড়া খুঁচিয়ে তোলে,আর বদমেজাজী লোক অনেক গুনাহ্ করে।
23 অহংকার মানুষকে নীচে নামায়,কিন্তু নম্র স্বভাবের লোক সম্মান পায়।
24 যে চোরের ভাগীদার সে নিজেই নিজের শত্রু;তাকে কসমনামা শুনানো হলেও সে কোন কিছু স্বীকার করে না।
25 মানুষকে যে ভয় করে সেই ভয় তার পক্ষে ফাঁদ হয়ে দাঁড়ায়,কিন্তু যে মাবুদের উপর ভরসা করে সে নিরাপদে থাকে।