মেসাল 30:12-18 MBCL

12 তারা নিজেদের চোখে খাঁটি অথচ নোংরামি থেকে পাক-সাফ হয় নি,

13 তাদের চোখ অহংকারে ভরা,তাদের দৃষ্টি ঘৃণায় পূর্ণ,

14 তাদের দাঁত যেন তলোয়ার আর চোয়াল যেন ছুরি,যাতে তারা দুনিয়া থেকে দুঃখী লোকদেরআর মানুষের মধ্য থেকে অভাবীদের গ্রাস করতে পারে।

15 জোঁকের দু’টি মেয়ে আছে,তারা “দাও, দাও” বলে চিৎকার করে।তিনটা জিনিস আছে যা কখনও তৃপ্ত হয় না,আসলে চারটা জিনিস কখনও বলে না, “যথেষ্ট হয়েছে”-

16 কবর,বন্ধ্যা স্ত্রীলোক,জমি, যা কখনও পানিতে তৃপ্ত হয় না,আর আগুন, যা কখনও বলে না, “যথেষ্ট হয়েছে।”

17 যে চোখ বাবাকে ঠাট্টা করেআর মায়ের কথার বাধ্য হতে ঘৃণার সংগে অস্বীকার করে,সেই চোখ উপত্যকার কাকেরা ঠুক্‌রে বের করে নেবে,আর শকুনের বাচ্চারা তা খেয়ে ফেলবে।

18 তিনটা জিনিস আমার কাছে খুব আশ্চর্য লাগে,আসলে চারটা জিনিস আমি বুঝতেই পারি না-