4 কে বেহেশতে উঠেছেন এবং নেমে এসেছেন?হাতের মুঠোয় কে বাতাস ধরেছেন?কে নিজের কাপড়ের মধ্যে সমস্ত পানি জমা করে রেখেছেন?দুনিয়ার সব দিকের শেষ সীমা কে স্থাপন করেছেন?তাঁর নাম ও তাঁর পুত্রের নাম কি?যদি তুমি জান তবে তা আমাকে বল।
5 আল্লাহ্র সমস্ত কালাম খাঁটি বলে প্রমাণিত হয়েছে;যারা তাঁর মধ্যে আশ্রয় নেয় তিনি তাদের ঢাল হন।
6 তাঁর কালামের সংগে অন্য কোন কথা যোগ কোরো না;যোগ করলে তিনি তোমার দোষ দেখিয়ে দেবেন,আর তুমি মিথ্যাবাদী বলে প্রমাণিত হবে।
7 হে মাবুদ, দু’টি জিনিস আমি তোমার কাছ থেকে চাই;আমি বেঁচে থাকতে থাকতেতুমি তা আমাকে দিতে অস্বীকার কোরো না-
8 ছলনা এবং মিথ্যা কথা আমার কাছ থেকে দূরে রাখ,আমাকে গরীব বা ধনী কোরো না।যে খাবার আমার দরকার কেবল তা-ই আমাকে দিয়ো,
9 তা না হলে হয়তো আমার অতিরিক্ত থাকবেআর আমি তোমাকে অস্বীকার করে বলব, “মাবুদ কে?”কিংবা আমি গরীব হয়ে চুরি করবআর আমার আল্লাহ্র নামের অসম্মান করব।
10 মালিকের কাছে গোলামের দুর্নাম কোরো না,তা করলে সেই গোলাম তোমাকে বদদোয়া দেবেআর তুমি দোষী হবে।