20 দুঃখীদের জন্য তাঁর হাত খোলা;তিনি অভাবীদের দিকে হাত বাড়িয়ে দেন।
21 বরফ পড়লেও পরিবারের জন্য তাঁর কোন ভয় নেই,কারণ তারা সকলেই দামী লাল কাপড় পরে।
22 বিছানার জন্য তিনি চাদর তৈরী করেন;তিনি নিজেও মসীনার কাপড় ও দামী বেগুনে কাপড় পরেন।
23 তাঁর স্বামী শহরের সদর দরজায় সম্মান লাভ করেন;তিনি সেখানে দেশের বৃদ্ধ নেতাদের সংগে বসেন।
24 সেই স্ত্রী মসীনার পোশাক তৈরী করে বিক্রি করেন;কোমর বাঁধবার কাপড় তিনি ব্যবসায়ীদের যোগান দেন।
25 ক্ষমতা ও মর্যাদাই হল তাঁর পোশাক;ভবিষ্যতের দিনগুলোর কথা ভেবে তাঁর কোন চিন্তা-ভাবনা হয় না।
26 তিনি বুদ্ধি করে কথা বলেন;ভালবাসার মনোভাব নিয়ে তিনি নির্দেশ দেন।