11 আমি তোমাকে জ্ঞানের পথ দেখিয়ে দিয়েছি,সোজা পথে তোমাকে চালিয়ে নিয়েছি।
12 তাই হাঁটবার সময় পা ফেলতে তুমি বাধা পাবে না,দৌড়াবার সময় উচোট খাবে না।
13 উপদেশ ধরে রাখ, ছেড়ে দিয়ো না;তা রক্ষা কর, কারণ ওটাই তোমার জীবন।
14 দুষ্টদের পথে তুমি পা দিয়ো না,খারাপ লোকদের পথে হেঁটো না।
15 সেই পথ তুমি এড়িয়ে যাও,তার উপর দিয়ে তুমি হেঁটো না;সেই পথে না গিয়ে বরং এগিয়ে যাও;
16 কারণ খারাপ কাজ না করলে দুষ্টদের ঘুম হয় না;কাউকে উচোট খাওয়াতে না পারলে তাদের ঘুম আসে না।
17 দুষ্টতা হল তাদের খাবার আর জুলুম হল তাদের মদ।