13 উপদেশ ধরে রাখ, ছেড়ে দিয়ো না;তা রক্ষা কর, কারণ ওটাই তোমার জীবন।
14 দুষ্টদের পথে তুমি পা দিয়ো না,খারাপ লোকদের পথে হেঁটো না।
15 সেই পথ তুমি এড়িয়ে যাও,তার উপর দিয়ে তুমি হেঁটো না;সেই পথে না গিয়ে বরং এগিয়ে যাও;
16 কারণ খারাপ কাজ না করলে দুষ্টদের ঘুম হয় না;কাউকে উচোট খাওয়াতে না পারলে তাদের ঘুম আসে না।
17 দুষ্টতা হল তাদের খাবার আর জুলুম হল তাদের মদ।
18 আল্লাহ্ভক্তদের পথ খুব ভোরের প্রথম আলোর মত,যা দুপুর না হওয়া পর্যন্তউজ্জ্বল থেকে আরও উজ্জ্বল হতে থাকে।
19 কিন্তু দুষ্টদের পথ গভীর অন্ধকারের মত;তারা জানে না কিসে তারা উচোট খায়।