24 তোমার মুখ থেকে বাঁকা কথা দূর করে দাও,ঠোঁট থেকে খারাপ কথা দূরে সরিয়ে দাও।
25 তোমার চোখ যেন সোজা সামনে তাকায়,তোমার চোখের দৃষ্টি সামনের দিকে স্থির রাখ।
26 তোমার চলবার পথ সমান কর,তাতে তোমার পথ তুমি স্থির করতে পারবে।
27 ডানে কিংবা বাঁয়ে ফিরো না;খারাপ পথ থেকে তোমার পা দূরে রেখো।