5 জ্ঞান লাভ কর, বিচারবুদ্ধি লাভ কর;আমার কথা ভুলে যেয়ো না, তা থেকে সরে যেয়ো না।
6 জ্ঞানকে ত্যাগ কোরো না, সে-ই তোমাকে রক্ষা করবে;তাকে ভালবেসো, সে-ই তোমার উপর নজর রাখবে।
7 জ্ঞানী হওয়ার প্রথম ধাপ হল জ্ঞান লাভ করা;তোমার যা কিছু আছে সব দিয়ে বিচারবুদ্ধি লাভ কর।
8 জ্ঞানকে প্রধান স্থান দাও, সে-ই তোমাকে উঁচুতে তুলবে;তাকে জড়িয়ে ধর, সে তোমাকে সম্মান দেবে।
9 সে তোমার মাথার উপর দেবে সুন্দর মালাআর উপহার দেবে সৌন্দর্যের তাজ।”
10 ছেলে আমার, শোন, আমার কথা তোমার অন্তরে রাখ,তাতে তুমি অনেক বছর বেঁচে থাকবে।
11 আমি তোমাকে জ্ঞানের পথ দেখিয়ে দিয়েছি,সোজা পথে তোমাকে চালিয়ে নিয়েছি।