17 তোমার সন্তানেরা তোমার একারই থাকুক,জেনাকারিণীদের তাতে ভাগ না থাকুক,
18 তোমার ঝর্ণায় দোয়া থাকুক,তোমার যৌবনের স্ত্রীকে নিয়েই তুমি আনন্দ কর।
19 সে ভালবাসাপূর্ণ হরিণী, সৌন্দর্য-ভরা হরিণী;তারই বুক তোমাকে সব সময় সন্তুষ্ট রাখুক,তুমি সব সময় তার মহব্বতে মেতে থেকো।
20 ছেলে আমার, কেন তুমি জেনাকারিণীকে নিয়ে মজে থাকবে?তার বুক কেন তুমি জড়িয়ে ধরবে?
21 মানুষের চলাফেরার উপর মাবুদই চোখ রেখেছেন;তাদের সমস্ত পথ তিনিই যাচাই করে দেখেন।
22 দুষ্ট লোক তার খারাপ কাজের ফাঁদে পড়ে,সে নিজের গুনাহের দড়িতে কষে বাঁধা পড়ে।
23 শাসনের অভাবে সে মারা পড়ে;নিজের ভীষণ বোকামির দরুন সে তার পথে স্থির থাকে না।