3 জেনাকারিণীর ঠোঁট থেকে যেন মধু ঝরে পড়ে,তার কথাবার্তা তেলের চেয়েও মোলায়েম;
4 কিন্তু তার শেষ ফল হয় বিষের মত তেতো,দু’দিকে ধার দেওয়া ছোরার মত ধারালো।
5 তার পথ মৃত্যুর কাছে নেমে গেছে,তা সোজা চলে গেছে কবরের দিকে।
6 জীবনের দিকে যাবার পথের কথা সে চিন্তাও করে না;তার চলবার পথ বাঁকা, কিন্তু সে তা জানে না।
7 ছেলেরা আমার, এবার আমার কথা শোন,আমি যা বলি তা থেকে সরে যেয়ো না।
8 সেই স্ত্রীলোকের কাছ থেকে তোমার পা দূরে রাখ,তার ঘরের দরজার কাছেও যেয়ো না;
9 যদি যাও তাহলে তোমার যৌবনের শক্তি অন্যদের দিয়ে দেবেআর তোমার আয়ু দিয়ে দেবে নিষ্ঠুরদের।