13 সে সেই যুবককে ধরে চুমু দিল আর বেহায়া মুখে বলল,
14 “আমার ঘরে যোগাযোগ-কোরবানীর গোশ্ত আছে,আজকেই আমি মানত পূরণ করেছি।
15 তাই আমি তোমার সংগে দেখা করবার জন্য বের হয়ে এসেছি;আমি তোমার তালাশ করে তোমাকে পেয়েছি।
16 মিসর দেশের বিভিন্ন রংয়ের কাপড়ের তৈরী চাদর দিয়েআমি বিছানা ঢেকেছি;
17 গন্ধরস, অগুরু আর দারচিনি দিয়েআমার বিছানা সুগন্ধযুক্ত করেছি।
18 এস, আমরা সকাল পর্যন্ত দেহ-ভোগে মেতে থাকি,গভীর ভালবাসার মধ্যে আনন্দ ভোগ করি।
19 আমার স্বামী বাড়ীতে নেই, তিনি দূরে যাত্রা করেছেন;