3 তোমার আংগুলগুলোতে তা বেঁধে রাখ,তোমার অন্তরের পাতায় তা লিখে রাখ।
4 জ্ঞানকে বল, “তুমি আমার বোন,”আর বুদ্ধিকে সাথী বল;
5 যাতে তারা তোমাকে জেনাকারিণীর হাত থেকে রক্ষা করে,রক্ষা করে সেই মিষ্টি কথায় ভরাবিপথে যাওয়া স্ত্রীলোকের হাত থেকে।
6 আমার ঘরের জানালার জালির মধ্য দিয়ে আমি বাইরে তাকালাম।
7 বোকা লোকদের মধ্যে আমি চেয়ে দেখলাম,যুবকদের মধ্যে আমি এমন একজন যুবককে লক্ষ্য করলামযার বুদ্ধির অভাব ছিল।
8 সে সেই স্ত্রীলোকের বাড়ীর কাছের রাস্তা দিয়ে যাচ্ছিল,তারপর সে তার বাড়ীর দিকের গলিতে গিয়ে ঢুকল;
9 তখন দিনের আলো মিলিয়ে যাবার পর সন্ধ্যা হয়েরাতের গভীর অন্ধকার নেমে এসেছিল।