20 আমি ন্যায়ের পথে হাঁটি,ন্যায়বিচারের পথ ধরে চলি।
21 যারা আমাকে ভালবাসে তারা ধন-সম্পদ পায়;আমিই তাদের ধনভাণ্ডার পরিপূর্ণ করে তুলি।
22 “মাবুদের কাজের শুরুতে, তাঁর সৃষ্টির কাজের আগেআমি তাঁরই ছিলাম;
23 সেই প্রথম থেকে, দুনিয়া সৃষ্টির আগে থেকে,সমস্ত যুগের আগে আমাকে নিযুক্ত করা হয়েছে।
24 যখন কোন সাগর ছিল না,ছিল না কোন ঝর্ণা যেখান থেকে প্রচুর পানি বের হয়ে আসে,তখন আমি জন্মেছিলাম।
25 পাহাড়-পর্বত স্থাপন করবার আগে আমি ছিলাম।
26 যখন জমীন ও মাঠ-ময়দানকিংবা দুনিয়ার একটা ধূলিকণা পর্যন্ত তিনি তৈরী করেন নি,তখন আমি ছিলাম।