5 বোকা লোকেরা, চালাক হবার বুদ্ধি লাভ কর;বিবেচনাহীন লোকেরা, বিচারবুদ্ধি লাভ কর।
6 শোন, আমি উপযুক্ত কথা বলব,সঠিক কথা বলবার জন্য আমার মুখ খুলব।
7 আমি সত্যি কথা বলব;খারাপ কথা আমার কাছে জঘন্য লাগে,তাই আমি তা বলব না।
8 আমার মুখের সমস্ত কথাই ঠিক,তার মধ্যে বাঁকা কথা বা কুটিলতা নেই।
9 যাদের বিচারবুদ্ধি আছে তাদের কাছে আমার কথা ভণ্ডামিশূন্য;যাদের জ্ঞান আছে তাদের কাছে সেগুলো খাঁটি।
10 রূপার চেয়ে আমার উপদেশ লাভ করতে আগ্রহী হও,বাছাই করা সোনার চেয়ে জ্ঞান লাভ করতে আগ্রহী হও;
11 কারণ প্র্রবাল পাথরের চেয়েও সুবুদ্ধি বেশী দামী;তোমার চাওয়ার মত কোন জিনিসের সংগে তার তুলনা হয় না।