2 সে পশু কেটে গোশ্ত রান্না করেছেএবং আংগুর-রসের সংগে মসলা মিশিয়েছে;সে খাবার দিয়ে টেবিল সাজিয়েছে।
3 সে তার চাকরাণীদের সব জায়গায় পাঠিয়ে দিয়েছে,আর শহরের সবচেয়ে উঁচু জায়গা থেকেসে ডাক দিয়ে বলছে,
4 “বোকা লোকেরা এখানে আসুক।”যাদের বুদ্ধি নেই তাদের সে বলে,
5 “এস, আমার খাবার খাও,আমার মসলা মেশানো আংগুর-রস খাও;
6 তুমি বোকা লোকদের সংগ ছেড়ে দাও,তাতে তুমি বাঁচবে;তুমি বিচারবুদ্ধির পথে চলাফেরা কর।”
7 ঠাট্টা-বিদ্রূপকারীকে যে সংশোধন করতে যায় সে অপমানিত হয়;দুষ্ট লোকের দোষ যে দেখিয়ে দেয়তাকেই সেই দুষ্ট লোক দোষী করে।
8 ঠাট্টা-বিদ্রূপকারীর দোষ দেখিয়ে দিয়ো না,দিলে সে তোমাকে ঘৃণা করবে;বরং জ্ঞানী লোককে তার দোষ দেখিয়ে দাও,সে তোমাকে ভালবাসবে।