5 পরে তাদের ভোজের দিনগুলো গত হলে আইউব তাদেরকে আনিয়ে পাক-পবিত্র করতেন, আর প্রত্যুষে উঠে তাদের প্রত্যেকের জন্য একটি করে পোড়ানো-কোরবানী দিতেন; কারণ আইউব বলতেন, কি জানি, আমার পুত্ররা গুনাহ্ করে মনে মনে আল্লাহ্কে অসম্মান করেছে। আইউব সতত এরকম করতেন।
সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইউব 1
প্রেক্ষাপটে আইউব 1:5 দেখুন