আইউব 10:13-19 BACIB

13 তবু এ সবই মনোমধ্যে গুপ্ত করে রেখেছ;আমি জানি এই তোমার মনোবাসনা।

14 আমি গুনাহ্‌ করলে তুমি আমার প্রতি লক্ষ্য করবে,আমার অপরাধ মাফ করবে না।

15 আমি যদি দুষ্ট হই, আমার সন্তাপ হবে!যদি ধার্মিক হই, মাথা তুলতে পারব না,আমি অবমাননায় পরিপূর্ণ হয়েছি,আর নিজের দুঃখ দেখছি।

16 মাথা তুললে তুমি সিংহের মত আমাকে শিকার করবে,আবার আমার বিরুদ্ধে নিজেকে আশ্চর্য দেখাবে।

17 তুমি আমার বিপরীতে নতুন নতুন সাক্ষী উপস্থিত করবে,আমার প্রতি তোমার বিরক্তি বাড়াবে;নতুন নতুন সৈন্যদল আমার প্রতিকূলে নিয়ে আসবে।

18 কেন আমাকে গর্ভ থেকে বের করেছিলে?আমি সেখানে প্রাণত্যাগ করতাম, কারো দৃষ্টিগোচর হতাম না।

19 আমার যদি জন্ম না হত,জঠর থেকেই কবরে নেওয়া হত।