19 বিচারে কে আমার প্রতিবাদ করবে?করলে আমি নীরব হয়ে প্রাণত্যাগ করবো।
20 তুমি কেবল দু’টি কাজ আমার প্রতি করো না,তাতে আমি তোমার সম্মুখ থেকে লুকাব না;
21 তোমার হাত আমা থেকে দূরে সরিয়ে নাও,তোমার ভীষণতা আমাকে ভয় না দেখাক;
22 তখন তুমি ডেকো, আমি উত্তর দেব,কিংবা আমি কথা বলবো, তুমি উত্তর দিও।
23 আমার অপরাধ ও গুনাহ্ কত?আমার অধর্ম ও গুনাহ্ আমাকে জানাও।
24 তুমি কেন তোমার মুখ লুকাচ্ছ?কেন আমাকে তোমার দুশমন বলে ভাবছ?
25 তুমি কি বায়ুচালিত পাতাকে ভয় দেখাবে?তুমি কি শুকনো ঘাসকে তাড়না করবে?