আইউব 14:9-15 BACIB

9 অথচ পানির গন্ধ পেলে তা পল্লবিত হয়,নতুন চারার মত শাখাবিশিষ্ট হয়।

10 কিন্তু মানুষ মরলে ক্ষয় পায়;মানুষ প্রাণত্যাগ করে কোথায় থাকে?

11 সমুদ্র থেকে পানি চলে যায়,নদী শুকিয়ে গিয়ে মরে যায়;

12 তদ্রূপ মানুষ শয়ন করলে আর উঠে না,যতদিন আসমান লুপ্ত না হয়, সে জাগবে না,নিদ্রা থেকে জাগরিত হবে না।

13 হায়, তুমি আমাকে পাতালে লুকিয়ে রেখো,গুপ্ত রেখো, যতদিন তোমার ক্রোধ গত না হয়;আমার জন্য সময় নিরূপণ কর, আমাকে স্মরণ কর।

14 মানুষ মৃত্যুর পরে কি পুনর্জীবিত হবে?আমি আমার পরিশ্রমের সমস্ত দিন প্রতীক্ষা করবো,যে পর্যন্ত আমার মৃত্যু না হয়।

15 পরে তুমি আহ্বান করবে ও আমি উত্তর দেব।তুমি তোমার হস্তকৃতের প্রতি মমতা করবে।