22 সে বিশ্বাস করে না যে, অন্ধকার থেকে সে ফিরে এল,সে তলোয়ারের জন্য নির্ধারিত।
23 সে খাদ্যের চেষ্টায় ভ্রমণ করে, বলে, তা কোথায়?সে জানে, অন্ধকারের দিন তার সন্নিকট।
24 সঙ্কট ও মনস্তাপ তাকে ভয় দেখায়,যুদ্ধের সাজে সজ্জিত বাদশাহ্র মতবিপদ তার বিরুদ্ধে প্রবল হয়।
25 কারণ সে আল্লাহ্র বিরুদ্ধে হাত বাড়িয়েছে,সর্বশক্তিমানের বিরুদ্ধে আস্ফালন করেছে;
26 সে ঘাড় শক্ত করে তাঁর বিরুদ্ধে ধাবিত হচ্ছে;তার মোটা ঢাল নিয়ে দৌড়াচ্ছে।
27 যেহেতু সে নিজের মেদে মুখ ঢাকত,সে তার কোমর হৃষ্টপুষ্ট করতো;
28 সে বাস করতো উৎসন্ন নগরে,সেসব বাড়িতে, যাতে কেউ বাস করতো না,যা প্রস্তররাশি হবার জন্য নির্ধারিত ছিল।