24 সঙ্কট ও মনস্তাপ তাকে ভয় দেখায়,যুদ্ধের সাজে সজ্জিত বাদশাহ্র মতবিপদ তার বিরুদ্ধে প্রবল হয়।
25 কারণ সে আল্লাহ্র বিরুদ্ধে হাত বাড়িয়েছে,সর্বশক্তিমানের বিরুদ্ধে আস্ফালন করেছে;
26 সে ঘাড় শক্ত করে তাঁর বিরুদ্ধে ধাবিত হচ্ছে;তার মোটা ঢাল নিয়ে দৌড়াচ্ছে।
27 যেহেতু সে নিজের মেদে মুখ ঢাকত,সে তার কোমর হৃষ্টপুষ্ট করতো;
28 সে বাস করতো উৎসন্ন নগরে,সেসব বাড়িতে, যাতে কেউ বাস করতো না,যা প্রস্তররাশি হবার জন্য নির্ধারিত ছিল।
29 সে ধনী হবে না, তার সম্পত্তি থাকবে না;তাদের ফল ভূমিতে নুইয়ে পড়বে না।
30 সে অন্ধকার থেকে প্রস্থান করবে না;আগুনের শিখা তার শাখা শুকিয়ে ফেলবে,সে তার মুখের নিশ্বাসে উড়ে যাবে।